ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

শাওনের পরে এবার ছেলে নিষাদও করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
শাওনের পরে এবার ছেলে নিষাদও করোনা পজিটিভ

ঢাকা: কয়দিন আগে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন। এবার তিনি জানালেন, তার ছেলে নিষাদ হুমায়ূনও করোনায় আক্রান্ত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিনগত রাতে নিজের শারীরিক সবশেষ অবস্থা ও নিষাদের করোনা পজিটিভের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জানান শাওন।

মেহের আফরোজ শাওন পোস্টে লিখেছেন, ভালোবাসা ও পাশের থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এছাড়া তিনি ভালো আছেন ও তার ছেলে নিষাদও করোনায় আক্রান্ত। চিকিৎসক তাদের সর্বোচ্চ বিশ্রাম নিতে বলেছেন। তাই হাজার খানেক কলের উত্তর দেওয়া তার জন্য কষ্টকর। প্রয়োজনে মেসেজ দিতে অনুরোধ করেছেন ওই অভিনেত্রী। পরে তিনি ফিরতি কল দেবেন।

শাওনের এমন বার্তা বন্ধু ও অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। বিশেষ করে ছোট নিষাদের জন্যও দোয়া করছেন সবাই।

প্রয়াত হুমায়ূন আহমেদ ও শাওনের দুই সন্তান।  নিষাদ বড় ও নিনিত ছোট।

আরও পড়ুন>> করোনা পজিটিভ শাওন

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।