ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

১৫ বছর পর ক্যাটরিনা কাইফের ফেরা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
১৫ বছর পর ক্যাটরিনা কাইফের ফেরা ক্যাটরিনা কাইফের

তেলেগু সুপারস্টার প্রভাস বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে অন্যতম ‘সালার’।

 

শোনা যাচ্ছে, এই সিনেমার আইটেম গানে দেখা যাবে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফকে। সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা প্রশান্ত নীল। যিনি ‘কেজিএফ’ বানিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ‘সালার’ সিনেমার আইটেম গানে কোমর দোলাবেন ক্যাটরিনা কাইফ। তবে এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।  

এর আগে ২০০৫ সালে তেলেগু সিনেমা ‘আল্লারি পিডুগু’তে দেখা গিয়েছিল ক্যাটরিনা কাইফকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন নান্দামুরি বালাকৃষ্ণা। সবকিছু ঠিক থাকলে ফের দীর্ঘ ১৫ বছর পর তেলেগু সিনেমায় দেখা যাবে এই নায়িকাকে।  

‘সালার’ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধেছেন শ্রুতি হাসান। অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে প্রভাসকে। এরই মধ্যে সিনেমাটির দুই লটের শুটিং সম্পন্ন হয়েছে। এটি হোমবেল ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে।  

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে ক্যাটরিনা অভিনীত ‘সূর্যবংশী’ সিনেমা। এছাড়াও ‘ফোন ভূত’ সিনেমায় দেখা যাবে তাকে। এর বাইরে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।