ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

বিনোদন

টলিউডের ‘মায়া’র রূপে মিথিলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ৫, ২০২১
টলিউডের ‘মায়া’র রূপে মিথিলা

দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করার পর চলতি বছর বড় পর্দায় নাম লেখান মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।  

অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সিনেমাটির শুটিং সম্পন্ন হলেও মুক্তি পায়নি। এরই মধ্যে নাম লিখেছেন টলিউডের সিনেমায়।  

কলকাতার নির্মাতা রাজর্ষি দের পরিচালনায় ‘মায়া’ সিনেমায় অভিনয় করেছেন মিথিলা। এবার প্রকাশ্যে এলো সেই সিনেমার প্রথম ঝলক। যেখানে ব্যতিক্রমী রূপে ধরা দিয়েছেন মিথিলা।  

গেল জুলাই মাসের শুরুতে হঠাৎ করে জানা যায়, নির্মাতা রাজর্ষি দের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। ওই সময় জানা গিয়েছিল, শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে ‘মায়া’ সিনেমা। এবার জানা গেল সিনেমাটির শুটিংও শেষ হয়েছে, চলছে মুক্তির প্রস্তুতি।  

‘মায়া’ সিনেমাটি মুক্তির আগে প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে প্রকাশ করা হয় এর প্রথম ঝলক। যেখানে মাথা ভর্তি জটলা চুল, কালো পোশাকে, পিস্তল হাতে দেখা গেছে মিথিলাকে। ছবিটি দেখার পর মিথিলার চরিত্রটি সম্পর্কে ভক্তদের আগ্রহ বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ১৯৮৯ সালের কলকাতা থেকে গল্পের শুরু হবে, যা শেষ হয় সাম্প্রতিক সময়ে এসে। ধর্ষিত হওয়ার পর এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায়, তা নিয়েই এগিয়ে যাবে ‘মায়া’ সিনেমার গল্প। যেখানে মাহিরা থেকে মায়া হয়ে ওঠা মিথিলাকে দেখা মিলবে।  

এমন চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, ‘সিনেমায় তিনটা আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। চেষ্টা করেছি প্রতিটি চরিত্রে ভিন্ন কিছু করার। আশা করি, এখানকার প্রথম কাজে আমার অভিনয় ভালো লাগবে সবার। ’

‘মায়া’ সিনেমাটি প্রযোজনা করেছেন দেবদাস বন্দ্যোপাধ্যায় এবং রোহিত বন্দ্যোপাধ্যায়। এতে আরও অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, রাহুল, তনুশ্রী চক্রবর্তী, কমলেশ্বর মুখার্জি, কনিনীকা ব্যানার্জি, রনিতা দাশসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।