ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

হলিউড সিনেমার শুটিংয়ে কপাল ফাটলো প্রিয়াঙ্কার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
হলিউড সিনেমার শুটিংয়ে কপাল ফাটলো প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা চোপড়া

বলিউডের পাশাপাশি হলিউডেও নিয়মিত কাজ করছেন প্রিয়াঙ্কা চোপড়া। লন্ডনে অ্যাকশন সিরিজ ‘সিটাডেল’-এর শুটিং করতে গিয়ে গুরুতর আহত হন সাবেক এ বিশ্বসুন্দরী।

সামাজিক মাধ্যমে দু’টি রক্তাক্ত ছবি পোস্ট করে এমনটি প্রিয়াঙ্কা নিজেই জানিয়েছেন।  

ইনস্টাগ্রামে তার শেয়ার করা ছবিতে দেখা যায়, একটিতে প্রিয়াঙ্কার চোখের উপরের দিকে ক্ষতের চিহ্ন। সেখানে রক্ত ঝরছে। অন্য ছবিতে আঘাত তার গালে।  

ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, ‘কোনটা সত্যি আর কোনটা নয়?’ কয়েক ঘণ্টা পরে এক ভক্ত জানান, তার গালে চোট লেগেছে। কপালে নয়। সেই উত্তর ঠিক নয় বলে জানিয়ে দেন এ অভিনেত্রী। লেখেন, ভ্রু-র কাছে কাটা দাগটাই আসল। ছবি জুম করে ডান চোখের ভ্রু-র ওপর কেটে যাওয়া অংশও দেখান তিনি।

‘সিটাডেল’ সিনেমাতে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। ছবিতে কালো আর খাকি আউটফিটে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। সিনেমাটির অ্যাকশন দৃশ্য ফুটিয়ে তুলতে চেষ্টার কমতি রাখছেন না এ অভিনেত্রী সেটির প্রমাণ মিলে তার রক্ত মাখা ছবি দেখে।  

স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’ পরিচালনা করছেন অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’র নির্মাতা অ্যান্টনি। সিরিজের নির্বাহী প্রযোজক রুশো ব্রাদার্স। ‘সিটাডেল’র মাধ্যমে ওয়েব সিরিজে অভিষেক হচ্ছে এই অভিনেত্রীর। সিরিজটি অ্যামাজন প্রাইমে দেখা যাবে।

এছাড়াও রোমান্টিক ঘরানার ‘টেক্সট ফর ইউ’ সিনেমায় অভিনয় করছেন প্রিয়াঙ্কা। এর বাইরে বহুল আলোচিত ‘ম্যাট্রিক্স-ফোর’ সিনেমাতেও দেখা যাবে এই অভিনেত্রীকে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।