ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

শিগগিরই প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
শিগগিরই প্রেমিককে বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর! শ্রদ্ধা ও রোহান

বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বিয়ে করতে যাচ্ছেন- ফের এমনটি শোনা যাচ্ছে।  

গুঞ্জন রয়েছে ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠের সঙ্গে নাকি শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন ‘সাহো’খ্যাত এই অভিনেত্রী।

বেশ কয়েক বছর ধরে তারা প্রেম করছেন। তাদের সম্পর্কের বিষয়টি পারিবারিকভাবেও মেনে নেওয়া হয়েছে।

একটি ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রদ্ধার খালাতো ভাই অভিনেতা প্রিয়াঙ্ক শর্মাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘এই ব্যাপারে এখন কোনো মন্তব্য করতে চাই না। তবে যদি জিজ্ঞাসা করেন, শ্রদ্ধার বিয়ের জন্য মুখিয়ে আছি কি না, বলব অবশ্যই। বিয়ে তো ভালো ব্যাপার। মুখিয়ে থাকার মতোই একটি অনুষ্ঠান’।

এদিকে জানা যায়, রোহানের বাবা রাকেশ শ্রেষ্ঠা শ্রদ্ধার সঙ্গে ছেলের সম্পর্কের বিষয়টি মেনে নিয়েছেন।  

তিনি জানান, রোহান-শ্রদ্ধা কলেজ জীবন থেকে বন্ধু। দুজনেই কর্মজীবনে ভালো করছেন, তাই বিয়ের বিষয়টি মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

কিন্তু কবে শ্রদ্ধা ও রোহানের চার হাত এক হচ্ছে, সে বিষয়ে কেউ এখনো মুখ খোলেননি।

রোহান শ্রেষ্ঠ একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ফটোগ্রাফার। নানা সময় তিনি বলিউডের নামী তারকাদের ছবি তুলেছেন। ২০১৯ সালে প্রথমে রোহান ও শ্রদ্ধার সম্পর্কের বিষয়টি সামনে আসে, তারা বিয়ে করছেন বলেও তখন গুঞ্জন ছড়ায়।  

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।