ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

দীপিকার প্যান্টের দাম দুই লাখ ৮০ হাজার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
দীপিকার প্যান্টের দাম দুই লাখ ৮০ হাজার

বলিউডের অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বরাবরই নিজেকে ফ্যাশন আইকন হিসেবে প্রমাণ করেছেন। যে কোনো অনুষ্ঠানে নজরকাড়ে তার পোশাক আর সাজ।

ট্র্যাডিশন্যাল কিংবা ক্যাজুয়াল সবকিছুতে চোখ ধাঁধিয়ে দেয় দীপিকার লুক।

সম্প্রতি একটি ব্যান্ডের ফটোশুটে অংশ নেন দীপিকা। যেখানে কালো প্যান্ট ও ব্রালেটে ক্যামেরাবন্দি হয়েছেন এ অভিনেত্রী।  

বলিউডের বিনোদন ভিত্তিক সংবাদমাধ্যম দীপিকার এই পোশাকের দাম জানিয়েছে। যা শুনলে যে কারও চোখ কপালে উঠে যাবে। সংবাদমাধ্যমটির প্রকাশিত খবরে জানা যায়, দীপিকার এই প্যান্টের বাজার মূল্য দুই লাখ ৪১ হাজার রুপি (যা টাকায় দুই লাখ ৮০ হাজারের বেশি)। আর তার পরনের ব্রালেটে মূল্য ৮৩ হাজারের বেশি।  

বর্তমানে ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন দীপিকা। এই সিনেমায় শাহরুখ খানের সঙ্গে পর্দা শেয়ার করবেন এ অভিনেত্রী। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে বলিউডের আরেক সুপারস্টার সালমান খানও বিশেষ ভূমিকায় অবতীর্ণ হবেন।

মুক্তির অপেক্ষায় রয়েছে দীপিকা অভিনীত কবির খান পরিচালিত ‘এইটি থ্রি’ সিনেমা। এতে স্বামী-স্ত্রীকে একত্রে দেখা যাবে। এটি হতে যাচ্ছে রণবীর-দীপিকা জুটির চতুর্থ সিনেমা।  

এর বাইরে ‘ফাইটার’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমায় তিনি প্রথমবার জুটি হতে যাচ্ছেন হৃতিক রোশনের সঙ্গে।  

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।