ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

নাগার্জুনের জন্মদিনে প্রকাশ্যে নতুন সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
নাগার্জুনের জন্মদিনে প্রকাশ্যে নতুন সিনেমার পোস্টার

ভারতের দক্ষিণের সুপারস্টার নাগার্জুনের জন্মদিন ছিল রোববার (২৯ আগস্ট)। এদিন এ অভিনেতা জীবনের ৬২তম বসন্তে পা রাখলেন।

এ বয়সেও নায়কের চরিত্রে অভিনয় করে যাচ্ছেন নিয়মিত। জন্মদিনে প্রকাশ হয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য ঘোস্ট’-এর ফার্স্টলুক পোস্টার।  

নাগার্জুনের জন্মদিনের টুইটে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন তেলেগু মেগাস্টার চিরঞ্জীবী, সুপারস্টার মহেশ বাবু, অভিনেত্রী সামান্থা আক্কেনেনি থেকে বহু তারকা।  

‘ডন নম্বর ওয়ান’খ্যাত নাগার্জুনের জন্মদিনে প্রকাশ্যে এলো তার নতুন সিনেমা ‘দ্য ঘোস্ট’-এর ফার্স্টলুক পোস্টার। পোস্টারে তলোয়ার হাতে মারমুখী লুকে দেখা গেছে নাগার্জুনকে। পোস্টার দেখেই স্পষ্ট এ সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে লন্ডনে।  

‘দ্য ঘোস্ট’ সিনেমাতে নাগার্জুনের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। সিনেমাটি নির্মাণ করছেন দক্ষিণী পরিচালক প্রবীন সাত্তারু।

নাগার্জুন এর বাইরেও বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে অন্যতম অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’। সিনেমাটি নির্মাণ করতে ৩০০ কোটি রুপি বাজেট ছাড়িয়ে গেছে।  

করণ জোহরের ধর্ম প্রোডাকশনসের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, মৌনি রায়, ডিম্পল কাপাডিয়ার মতোসব তুখোড় অভিনয়শিল্পীদের।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।