ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

তামিল নির্মাতার অ্যাকশন সিনেমায় শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
তামিল নির্মাতার অ্যাকশন সিনেমায় শাহরুখ খান

দীর্ঘদিন ধরে বড় পর্দায় দেখা যায়নি বলিউড বাদশা শাহরুখ খানকে। বিরতি ভেঙে ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন তিনি।

এরমধ্যেই জানা গেল, আরও একটি অ্যাকশন সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।  

এ বিষয়ে জানা যায়, তামিল নির্মাতা অ্যাটলি কুমারের বলিউডের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। যেখানে দ্বৈত চরিত্রে রূপদান করতে দেখা যাবে কিং খানকে। এখানে তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণী জনপ্রিয় নায়িকা নয়নতারা।

সিনেমাটির শুটিং শুরু হবে আগামী সপ্তাহেই। প্রথম দফায় ১০ দিন শুটিং হবে। সিনেমাটির গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল গ্রোভার এবং সানিয়া মালহোত্রাকে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার শুটিং করতে সেপ্টেম্বরের শেষে কিংবা অক্টোবরের শুরুর দিকে স্পেন যাবেন শাহরুখ-দীপিকা। মাদ্রিদের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে। হাতে থাকা সময় নষ্ট না করে অ্যাটলি কুমারের সিনেমাটির শুটিং এগিয়ে রাখবে শাহরুখ।  

শাহরুখের ইচ্ছে অনুযায়ী ১০ দিনের শুটিংয়ের শিডিউল ঠিক করেছেন নির্মাতা অ্যাটলি কুমার। মহারাষ্ট্র রাজ্যের পুণে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে নতুন এই সিনেমার শুটিং হবে।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।