ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

রাজনের সুরে গাইলেন অলকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
রাজনের সুরে গাইলেন অলকা রাজন সাহা ও অলকা ইয়াগনিক

বাংলাদেশের নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের সুরকার ও সংগীত পরিচালক রাজন সাহা।

মুহাম্মদ সহিদুর রহমানের কথায় ‘বিরহের বরষা’ শিরোনামের গানটি গত ২৯ আগস্ট মুম্বাইয়ে নিজস্ব স্টুডিওতে রেকর্ডিং করেন অলকা।  

গানটি প্রসঙ্গে রাজন সাহা বলেন, অলকা ইয়াগনিক গুণী একজন সংগীতশিল্পী। তিনি আমার সুর ও সংগীত পরিচালনায় গান গেয়েছেন, এটি আমার সংগীত জীবনের অনেক বড় প্রাপ্তি। আশা করছি গানটি  শ্রোতাদেরও ভালো লাগবে।

এক ভিডিওবার্তায় অলকা বলেন, অনেকদিন পর সুন্দর কথা এবং সুরে একটি বাংলা গান গাইলাম। গানটির কথা সুর আমার খুবই ভালো লেগেছে।  

জানা যায়, ‘বিরহের বরষা’ আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রযোজনা সংস্থা স্টুডিও জয়ার ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে প্রকাশ পাবে। এছাড়া ব্যান্ড তারকা বাপ্পা মজুমদারের ‘নীল মাছি’, সাইফ শুভর ‘যত দূরে যাও’, ইউসুফ রিয়াদের ‘খুশি খুশি লাগে’সহ বেশ কিছু গান একই প্ল্যাটফর্মে প্রকাশের অপেক্ষায় রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।