ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

মনোজ-অর্ষার টেলিছবি ‘মন মায়াজাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
মনোজ-অর্ষার টেলিছবি ‘মন মায়াজাল’ মনোজ ও অর্ষা

পারিবারিকভাবে হুট করেই নিহাদের সঙ্গে বিয়ে হয় রাত্রির। কিন্তু এই বিয়েতে দু’জনের অমত না থাকলেও, মত যে তাদের ছিল না-তা বোঝা যায় বাসর রাত থেকেই।

 

বিয়ের দুই বছর আগে রাত্রির সঙ্গে সাঈদের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তা পূর্ণতা পায়নি। আর নিহাদ বিয়ে করেছিলেন মিতুকে। কিন্তু এই সুখ নিহাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। কিন্তু কেন? তা জানতে হলে দেখতে হবে টেলিছবি ‘মন মায়াজাল’।

হামেদ হাসান নোমানের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন দেবব্রত রনি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, নাজিয়া হক অর্ষা, জামশেদ শামীম, মিষ্টি জাহান প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে অর্ষা বলেন, আমরা কখন কার মন মায়াজালে পড়ে যাই কেউ জানি না। দূরে থাকলেও কিছু ভালোবাসার জন্য অদ্ভুত মায়াজাল তৈরি হয়। যা এই গল্পে দেখা যাবে।

জানা যায়, ‘মন মায়াজাল’ টেলিছবিটি বেসরকারি টেলিভিশন চ্যানেল আইতে আগামী বুধবার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।