ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভ-শিল্পার সঙ্গে শুটিং করার পর করোনা আক্রান্ত ফারাহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২১
অমিতাভ-শিল্পার সঙ্গে শুটিং করার পর করোনা আক্রান্ত ফারাহ ফারাহ, অমিতাভ ও শিল্পা

বলিউডে আবারও মহামারি করোনা ভাইরাসের থাবা। এবার আক্রান্ত হয়েছেন ৫৬ বছর বয়সী পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান।

 

আক্রান্ত হওয়ার বিষয়টি ফারাহ খান নিজেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। সম্প্রতি তিনি মেগাস্টার অমিতাভ বচ্চন ও অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে আলাদা দুইটি অনুষ্ঠানের শুটিংয়ে অংশ নিয়েছেন।

ফারাহ ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি কালো টিকা লাগাতে ভুলে গিয়েছিলাম বলে এমনটা ঘটল কিনা সত্যি জানি না! দুইটি ভ্যাকসিন নেওয়া ছিল, কাজও করেছিলাম ডবল ভ্যাকসিন নেওয়া মানুষদের সঙ্গে। তারপরেও আমি করোনা পজিটিভ। ’

এই নির্মাতা জানান, যারা তার সংস্পর্শে এসেছেন, সবাইকে বিষয়টি তিনি জানিয়ে দিয়েছেন এবং টেস্ট করার অনুরোধ করেছেন।  

চলতি সপ্তাহে টেলিভিশন রিয়্যালিটি শো ‘সুপার ডান্সার ৪’-এর শিল্পা শেঠির সঙ্গে শুটিং করেছেন ফারাহ। এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গেও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র একটি বিশেষ পর্বের শুটিং করেছেন ‘ম্যায় হু না’খ্যাত এই নির্মাতা।

বর্তমানে জি কমেডি শো-এর বিচারক হিসাবে দেখা যাচ্ছিল ফারাহকে। তবে তিনি অসুস্থ হওয়ায় এখন মিকা সিংকে তার আসনে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।