ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় সিনেমার প্রচারে ব্যস্ত মিথিলা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
কলকাতায় সিনেমার প্রচারে ব্যস্ত মিথিলা  রাফিয়াত রশিদ মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ‘অমানুষ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান। সম্প্রতি অনন্য মামুন পরিচালিত সিনেমাটির শুটিং শেষ হয়েছে।

 

এ সিনেমাটি শেষ হওয়ার আগেই টানা শুটিং করে কলকাতায় ‘মায়া’ সিনেমার কাজ শেষ করেছেন মিথিলা। রাজর্ষি দে পরিচালিত সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে কলকাতায় সিনেমাটির প্রচারে ব্যস্ত রয়েছেন এ অভিনেত্রী।  

গত ৩০ জুন মেয়ে আইরাকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় শ্বশুরবাড়ি যান মিথিলা। সেখানে গিয়েই ‘মায়া’র কাজ শেষ করেন তিনি। এরপর স্বামী সৃজিতের সঙ্গে মুম্বাই সফর করেছেন। এবার সিনেমার প্রচারণায় অংশ নিতে শুরু করেছেন মিথিলা।  

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ‘মায়া’ সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নেন মিথিলা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করে মিথিলা নিজেই বিষয়টি জানিয়েছেন। এ অনুষ্ঠানে লাল শাড়িতে বাঙালি সাজে হাজির হয়েছিলেন মিথিলা।  

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘মায়া’ সিনেমায় মিথিলার লুুক। তার লুকটি বেশ প্রশংসিত হয় দর্শকমহলে। সিনেমাটির বিষয়ে এ অভিনেত্রী বলেছিলেন, ‘এই সিনেমায় নির্মাতা ‘ম্যাকবেথ’-এর ভীষণ নারীবাদী একটি রূপান্তর ঘটিয়েছেন। এখানে আমাকে তিন সময়ে তিনটা বয়সে দেখা যাবে। এমন গল্পে অভিনয় করতে পেরে নিজেকে সত্যি খুব ভাগ্যবান মনে করছি। ’

‘মায়া’ সিনেমাটিতে মিথিলা ছাড়াও আরও অভিনয় করেছেন ভারতের তনুশ্রী চক্রবর্তী, গৌরব, রাহুল, কমলেশ্বরসহ অনেকেই।

এদিকে সম্প্রতি কলকাতার ‘আ রিভার ইন হ্যাভেন’ নামের নতুন সিনেমায় যুক্ত হয়েছেন মিথিলা। সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরেই শুটিং শুরু হবে।

মিথিলা ছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শ্রমণা চক্রবর্তী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাসসহ অনেকেই।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২১

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।