ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

সিনেমায় তাসনিম-এ-জান্নাত অর্থী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
সিনেমায় তাসনিম-এ-জান্নাত অর্থী

ছোটবেলায় একটি নাটকে অভিনয় করেছিলেন তাসনিম-এ-জান্নাত অর্থী। নাটকটির পরিচালক ছিলেন সাইফুল ইসলাম মান্নু।

এরপর টানা ৯ বছরের বেশি সময় সংবাদমাধ্যমে কাজ করার মাঝে কখনো অভিনয় করার চিন্তা মাথায় আসেনি অর্থীর।

নতুন খবর হলো, গুণী এ মানুষটি এবার অভিনয় করছেন একটি সিনেমায়। নাম ‘পায়ের ছাপ’। এটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাইফুল ইসলাম মান্নু।

আর প্রযোজনা করেছেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।

এ প্রসঙ্গে অর্থী বলেন, ‘একজন সংবাদকর্মী হিসেবে সরাসরি বড় পর্দায় কাজ করা আমার জন্য অনেকটা দুঃসাহসই বলা যায়! মান্নু ভাই একজন গুণী ও অভিজ্ঞ নির্মাতা আর স্ক্রিপ্ট পড়ে চরিত্রটি আমার খুব পছন্দ হয়। তাই কিছুদিন চিন্তা করে রাজি হয়ে গেলাম কাজটি করার জন্য। সিনেমাটিতে যাঁরা কাজ করেছেন সবাই অনেক অভিজ্ঞ। কাজটি করতে গিয়ে অনেক কিছু শিখেছি। আশা করি সিনেমাটি সবার ভালো লাগবে। ’

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।