ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

‘অক্ষয়’ হয়ে শিল্পার সঙ্গে নাচলেন রবিনা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
‘অক্ষয়’ হয়ে শিল্পার সঙ্গে নাচলেন রবিনা! শিল্পা শেঠি-রাবিনা ট্যান্ডন

‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’ সিনেমার সুপারহিট গান ‘চুরা কে দিল মেরা’। এই গানে অক্ষয় কুমার এবং শিল্পা শেঠিকে দেখা গিয়েছিল।

এবার ‘সুপার ডান্সার ৪’-এর একটি পর্বে গানটিতে বিচারকের আসনে থাকা শিল্পা শেঠিকে মঞ্চে নাচতে দেখা যাবে।

তবে সিনেমাটিতে তার নায়কের ভূমিকায় অভিনয় করা অক্ষয় কুমার তার সঙ্গে ছিলেন না। অক্ষয়ের ভূমিকায় এদিন শিল্পাকে সহযোগিতা করেন আরেক অভিনেত্রী শোয়ের অতিথি বিচারক রাবিনা ট্যান্ডন।  

সনি টেলিভিশনের ইনস্টাগ্রামে ‘সুপার ডান্সার ৪’-এর আসন্ন একটি পর্বের প্রোমো শেয়ার করা হয়েছে। যেখানে ‘চুরা কে দিল মেরা’ গানে দুই বলি-সুন্দরীর নাচ নজর কেড়েছে।  

নাচের শেষের দিকে অক্ষয় রুপী রবিনা গানের হাঁটু গেড়ে বসে শিল্পার উদ্দেশে নায়োকের মতো দু’হাত ছড়িয়েও দিয়েছেন। যা দেখে এই শোয়ের অন্যতম বিচারক গীতা কাপুরও আসন ছেড়ে দাঁড়িয়ে হাততালি দেওয়া শুরু করেন।  

গত জুলাইয়ে স্বামী রাজ কুন্দ্রা গ্রেপ্তারে পর নিজেকে আড়াল করে নিয়েছিলেন শিল্পা। তবে সেই বিরতি ভেঙে এক মাস পর ‘সুপার ডান্সার ৪’-এর বিচারকের আসনে ফেরেন এ অভিনেত্রী।  

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।