ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

আসছে রানু মণ্ডলের বায়োপিক ‘মিস রানু মারিয়া’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
আসছে রানু মণ্ডলের বায়োপিক ‘মিস রানু মারিয়া’ রানু মণ্ডল

এক গানেই রাতারাতি তারকা বনে যান রানু মণ্ডল। রানাঘাট স্টেশন থেকে বলিউডে পারি জমান তিনি।

এবার তার জীবন কাহিনি উঠে আসবে সিনেমার পর্দায়।  

রানু মণ্ডলের বায়োপিক বানানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা হৃষীকেশ মণ্ডল। এতে রানু মণ্ডলের চরিত্রে দেখা যাবে বাঙালি অভিনেত্রী ইশিকা দে-কে।  

বাংলাতেই বায়োপিকটি নির্মাণের কথা ভেবেছিলেন পরিচালক হৃষীকেশ। পরে অবশ্য হিন্দিতেই বায়োপিকটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বায়েপিকের নাম দেওয়া হয়েছে ‘মিস রানু মারিয়া’।

পরিচালক হৃষীকেশ জানান, ‘আসছে নভেম্বর মাসে ‘মিস রানু মারিয়া’র শুটিং শুরু হতে পারে। এতে একাধিক গান থাকবে। সংগীত পরিচালনার দায়িত্বে সুরজিৎ, সিধু ও নীলাকাশ। ’

শোনা যাচ্ছে, সিনেমাটির শুটিং ও অনান্য কাজ যত দ্রুত সম্ভব শেষ করতে চান নির্মাতা হৃষীকেশ। এরপর আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে বায়োপিকটি মুক্তির পরিকল্পনা রয়েছে তার।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।