ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

পড়শীর কণ্ঠে সালমান শাহের সিনেমার গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
পড়শীর কণ্ঠে সালমান শাহের সিনেমার গান সালমান শাহ ও সাবরিনা পড়শী

ঢাকাই সিনেমার ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ অভিনীত সুপারহিট সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে। তখন এই সিনেমার ‘সাথী তুমি আমার জীবনে’ শিরোনামের গানটি অগণিত শ্রোতাদের মন জয় করে।

 

জনপ্রিয় এই গানটি এবার কণ্ঠে তুললেন এই প্রজন্মের কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। আগামী সোমবার (৬ সেপ্টেম্বর) সালমান শাহের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন আয়োজনে গানটি প্রকাশ পাবে ইউটিউবে।  

‘সাথী তুমি আমার জীবনে’র মূল কণ্ঠশিল্পী খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। আর সংগীত পরিচালনা ও কথা আহমেদ ইমতিয়াজ বুলবুলের।

গানটি নতুন করে সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। তিনি জানান, গানের সুর ও আবেদন আগের মতো রেখে নতুনভাবে কাজটি করা হয়েছে।

পড়শী জানান তিনি সালমান শাহের ভক্ত। যখন থেকে তার সিনেমা দেখেছেন, তখন থেকেই তিনি এই অভিনেতার ভক্ত হয়ে যান।  

গান নিয়ে গায়িকা বলেন, ‘এর আগে একবার মৃত্যুবার্ষিকীতে একটি টিভি লাইভে সালমান শাহের সিনেমার গান গেয়েছিলাম। এবার রেকর্ডিং করলাম। খুবই ভালো লাগছে। আজ (০৪ সেপ্টেম্বর) আমরা গানটির ভিডিও শুট করছি। ’

জানা যায়, গানের ভিডিওতে শুধু পড়শীই থাকবেন। এটি পরিচালনা করছেন চন্দন রায় চৌধুরী। গানটি আগামী ৬ সেপ্টেম্বর অনুপম মিউজিকের ব্যানারে ইউটিউবে প্রকাশ পাবে।

‘চাওয়া থেকে পাওয়া’ সিনেমাটির পরিচালক ছিলেন এম এম সরকার। এতে সালমান শাহের বিপরীতে অভিনয় করেন শাবনূর।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।