ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

পর্দা ভাগ করে নিলেন মহেশ বাবু ও টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
পর্দা ভাগ করে নিলেন মহেশ বাবু ও টাইগার শ্রফ মহেশ বাবু ও টাইগার বাবু

দক্ষিণ ভারতের অন্যতম সুপারস্টার মহেশ বাবু। তেলেগু সিনেমা অভিনয় করলেও তার জনপ্রিয়তা রয়েছে পুরো ভারতজুড়ে।

অন্যদিকে বলিউডের নতুন প্রজন্মের অভিনেতাদের মধ্যে টাইগার শ্রফ ব্যাপক জনপ্রিয়। পর্দায় তার ধুন্ধুমার অ্যাকশন থেকে মুখিয়ে থাকেন ভক্তরা।

এবার প্রথমবারের মতো একসঙ্গে পর্দা ভাগ করে নিলেন এই দুই তারকা। তবে সিনেমায় নয়, মহেশ বাবু ও টাইগার শ্রফ সম্প্রতি একটি মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন।

এরই মধ্যে শুটিং পর্ব শেষ করেছেন তারা দু’জন। কিছুদিনের মধ্যে বিজ্ঞাপনটি সম্প্রচার শুরু হবে বলে জানা গেছে। মহেশ ও টাইগারে পর্দা ভাগ করে নেওয়া নিয়ে ভক্তদের মধ্যে দারুণ আগ্রহ দেখা গেছে।

এর আগে একই বিজ্ঞাপনে মহেশ বাবু পর্দা ভাগ করেছেন বলিউড সুপারস্টার রণবীর সিংয়ের সঙ্গে।  

‘বাঘি থ্রি’ সিনেমার মাধ্যমে সর্বশেষ পর্দায় দেখা গেছে টাইগার শ্রফকে। তার অভিনীত সিনেমার মধ্যে মুক্তির প্রতীক্ষায় রয়েছে ‘হিরোপন্তি টু’ ও ‘গণপথ’। এদিকে মহেশ বাবুকে সবশেষ ‘সারিলেরু নেকেভারু’ সিনেমাতে হাজির হয়েছে। এছাড়া তার মুক্তি অপেক্ষায় আছে ‘সারকারু ভারি পাতা’ সিনেমাটি।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
জেআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।