ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন ইমন-কেশব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
একসঙ্গে রবীন্দ্রসংগীত গাইলেন ইমন-কেশব

কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীর ও বিচারক কেশব রায় চৌধুরী একসঙ্গে একটি রবীন্দ্রসংগীতে কণ্ঠ দিয়েছেন। সংগীত পরিচালক কিশোর দাসের নতুন সংগীতায়োজনে তারা গেয়েছেন ‘পুরানো সেই দিনের কথা’।

শনিবার (০৪ সেপ্টেম্বর) গানটি সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিত হয়েছে।  

গানটি প্রসঙ্গে ইমন চক্রবর্তী বলেন, এই গানের সংগীতায়োজক কিশোর আমার সঙ্গে যোগাযোগ করলে গানটি করি। তার উপর আমার পূর্ণ আস্থা ছিল। সব মিলিয়ে আমার ভীষণ ভালো লেগেছে গানটি। কেশবদার গান গাওয়ার মধ্যে একটা সততা আছে। তিনি যা–ই করেন, পূর্ণ মনোযোগ দিয়েই করেন।  

কেশব রায় চৌধুরী বলেন, ঝুঁকি মাথায় নিয়ে একপ্রকার ঝোঁকের বশেই করে ফেলেছি এই বিখ্যাত গানটি। ভুলত্রুটি মার্জনার আবদার করে গানটি শোনা ও দেখার নিবেদন করছি সবার প্রতি।

গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানের সঙ্গে পারফর্ম করেছেন ফারদিন ও তামান্না।  

কেশব রায় চৌধুরী অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে ঢাকাতে দায়িত্ব পালন করছেন। এর আগেও তার গাওয়া গান প্রকাশ করেছিল ধ্রুব মিউজিক স্টেশন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
জেআইএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।