ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

সালমান শাহকে নিয়ে শিল্পী সমিতির আয়োজন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
সালমান শাহকে নিয়ে শিল্পী সমিতির আয়োজন সালমান শাহ

ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ নেই ২৫ বছর। সোমবার (০৬ সেপ্টেম্বর) তার মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) বেশকিছু আয়োজন রেখেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।  

এদিনটিতে সালমান শাহ’র সঙ্গে অভিনেতা আনোয়ার হোসেন ও সাদেক বাচ্চুকেও স্মরণ করবে সংগঠনটি। তাদের স্মরণে মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন রাখা হয়েছে। একই সঙ্গে আলোচনা সভা ও অসহায়দের মধ্যে খাবার বিতরণও করা হবে বলে জানানো হয়েছে।

এ প্রসঙ্গে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, প্রিয় অভিনেতা সালমান শাহসহ এই মাসে আরও দু’জন অভিনেতাকে হারিয়েছি আমরা। তারা হলেন আনোয়ার হোসেন ও সাদেক বাচ্চু। আজ আমরা তিনজনের মৃত্যুবার্ষিকী উপলক্ষেই আয়োজন রেখেছি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সবাইকে ফাঁকি দিয়ে ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ পৃথিবীর মায়া ত্যাগ করেন। দিনটি উপলক্ষে প্রিয় অভিনেতাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে ভক্ত ও সহকর্মীরা স্মরণ করছেন।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।