ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

শ্রীলঙ্কান পপ আইকন সুনীল পেরেরার জীবনাবসান

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
শ্রীলঙ্কান পপ আইকন সুনীল পেরেরার জীবনাবসান সুনীল পেরেরা

না ফেরার দেশে পাড়ি জমালেন শ্রীলঙ্কার পপ আইকন সুনীল পেরেরা। মৃত্যুর সময় এ গায়কের বয়স হয়েছিল ৬৮ বছর।

জানা গেছে, গত আগস্টে করোনা ভাইরাসের আক্রান্ত শনাক্ত হন সুনীল। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন তিনি। তবে ফের অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে মারা যান তিনি।  

সুনীল একাধারে ভোকালিস্ট, গিটারিস্ট, গীতিকার ও কম্পোজার ছিলেন। শ্রীলঙ্কান জনপ্রিয় ব্যান্ড দ্য জিপসিস এর লিড ভোকালিস্ট ছিলেন তিনি।  

সঙ্গীতাঙ্গনের পাশাপাশি মানবাধিকারের পক্ষেও সরব ছিলেন সুনীল। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সামনের সারিতে ছিলেন থাকতেন তিনি।

সুনীলের মৃত্যুতে শোক প্রকাশ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তিনি টুইটারে লেখেছেন, সুনীলের মৃত্যুতে বিনোদন অঙ্গনের বড় ক্ষতি হয়ে গেল।

এছাড়া শ্রীলঙ্কার একসময়ে তারকা ক্রিকেটার অর্জুনা রানাতুঙ্গা, কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়াসুরিয়াসহ অনেকেই সুনীলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।