ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২১
২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার অভিনেত্রী লীনা মারিয়া পাল

চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী লীনা মারিয়া পাল। ২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে ‘মাদ্রাজ কাফে’র এ অভিনেত্রীর নামে।

 

রোববার (৫ সেপ্টেম্বর) লীনাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। কারাবন্দি প্রেমিকের হয়ে এই চাঁদাবাজির কাজ করছিলেন লীনা।  

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, লীনার প্রেমিক এস চন্দ্র শেখর কয়েক মাস ধরে দিল্লির রোহিণী কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা-সহ ২১টি অভিযোগ রয়েছে। বন্দি অবস্থাতেও তিনি এই সমস্ত কুকর্ম চালিয়ে যাচ্ছিলেন বলে জানতে পারে পুলিশ।  

পুলিশ সূত্রে খবর, এই কাজে তাকে জেলের দু’জন অফিসারও সাহায্য করতেন। পাশাপাশি প্রেমিকা অভিনেত্রী লীনাসহ আরও দুই সহযোগী ছিলেন চন্দ্র শেখরের। লীনার সঙ্গে তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে নিজেদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন ওই দুই কর্মকর্তা।  

গত ৭ আগস্ট ফর্টিস হেলথকেয়ারের সাবেক প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী পুলিশে অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, গত জুন মাসে আইন মন্ত্রণালয়ের সিনিয়র অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করে এক ব্যক্তি। বড় অঙ্কের টাকার বিনিময়ে চাঁদাবাজি মামলায় আটক তার স্বামী শিবিন্দর সিংয়ের জামিন করে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আশ্বাস মতো কাজ না হলে তিনি পুলিশের দ্বারস্থ হন।  

পরে পুলিশ জানতে পারেন, কারাবন্দি অবস্থায় চন্দ্র শেখরই আইন মন্ত্রণালয়ের অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। চন্দ্র শেখরের কথাতেই অভিযোগকারীর কাছে থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন লীনা।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।