ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিনোদন

না ফেরার দেশে অভিনেতা জ্য-পল বেলমুন্ডু

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
না ফেরার দেশে অভিনেতা জ্য-পল বেলমুন্ডু জ্য-পল বেলমুন্ডু

না ফেরার দেশে পাড়ি জমালেন বিংশ শতাব্দীর আইকনিক অভিনেতা জ্য-পল বেলমুন্ডু। ‘ব্রেথলেস’খ্যাত এ তারকা প্যারিসে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে বেলমুন্ডুর বয়স হয়েছিল ৮৮ বছর।

১৯৫০ সালের দিকে মঞ্চ অভিনেতা হিসেবে কাজ শুরু করেন বেলমুন্ডু। সেখান থেকে নাম লেখান বড় পর্দায়। ১৯৫৮ সালে বিখ্যাত নির্মাতা জ্য-লুক গদারের ‘চার্লট অ্যান্ড হার বয়ফ্রেন্ড’ সিনেমায় অভিনয় করেন তিনি।  

এরপর গ্যাংস্টার সিনেমা ‘কনসিডার অল রিস্ক উইথ লিনো ভেনচার’-এ অভিনয় করেন। গদারের ‘ব্রেথলেস’ সিনেমা দিয়ে অভিনেতা হিসেবে নিজের অবস্থান শক্ত করেন তিনি।  

হলিউডের প্রস্তাব পেয়ে কাজ করতে আগ্রহ দেখাননি বেলমুন্ডু। ১৯৭০ সাল থেকে নিজেই সিনেমা প্রযোজনা করা শুরু করেছিলেন তিনি।  

ফ্রান্সে শৈল্পিক চলচ্চিত্র আন্দোলন ‘নিউ ওয়েব’-এর নেতৃস্থানীয় ছিলেন বেলমুন্ডু। এ আন্দোলনে প্রথাগত চলচ্চিত্র নির্মাণের ধারা থেকে বেরিয়ে নতুন ধরনের চলচ্চিত্র নির্মাণ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।