ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

মুক্তির অনুমতি পেল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
মুক্তির অনুমতি পেল ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ নিশাত নাওয়ার সালওয়া ও এ কে আজাদ

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সিনেমাটি দেখে বিনা কর্তনে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিষয়টি পরিচালক মানিক নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটি দেখে আনকাট ছাড়পত্র দেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। বোর্ড মেম্বারদের অনেকেই ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দেখার পর আমাকে ফোন করে প্রশংসা করেছেন। ’
করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে বলেও জানান মানিক।  

‘স্বপ্নে দেখা রাজকন্যা’তে জুটি বেঁধে অভিনয় করছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’র প্রথম রানারআপ নিশাত নাওয়ার সালওয়া ও অভিনেতা এ কে আজাদ। সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলীরাজ, মারুফ আকিব, রেবেকা, মৌসুমী মিথিলা, চিকন আলী প্রমুখ।

২০১৯ সালে মহরত অনুষ্ঠানের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এর কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান। এমএস মুভিজের ব্যানারে এটি প্রযোজনা করছেন মৌসুমী আক্তার মিথিলা। যৌথভাবে এর চিত্রনাট্য তৈরি করেছেন সুদীপ্ত সাইদ খান ও মোস্তাফিজুর রহমান মানিক। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। সঙ্গীতায়োজনে থাকবেন প্রমিত রাফাত।  

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।