ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

মালদ্বীপ থেকে ফিরে জঙ্গলে ছুটলেন শ্রাবন্তী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২১
মালদ্বীপ থেকে ফিরে জঙ্গলে ছুটলেন শ্রাবন্তী

বেশ ঘোরাঘুরির মুডে আছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সপ্তাহখানেক আগেই মালদ্বীপ থেকে কলকাতায় ফেরেন তিনি।

গুঞ্জন রয়েছে, প্রেমিক অভিরূপ নাগ চৌধুরী, ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ও তার প্রেমিকা দামিনী ঘোষও নাকি তার সঙ্গে ছিলেন।

এবার এই টলিউড নায়িকা ছুটলেন সবুজ জঙ্গলে। বর্তমানে ভারতের জিম করবেট জাতীয় উদ্যানে সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের নৈনিতাল জেলা ও পৌড়ী গাড়োয়াল জেলায় বিস্তৃত এই উদ্যান। যেখানে বন্য প্রাণের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়েছেন শ্রাবন্তী। তবে এই সফরে তিনি কাকে সঙ্গে নিয়েছেন তা এখনো জানা যায়নি।  

উদ্যানের বন্য প্রকৃতি ক্যামেরাবন্দি করেছেন শ্রাবন্তী। জঙ্গল দেখার ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘জঙ্গলের মাঝে…জিম করবেট’।  

এদিকে মালদ্বীপে থাকার সময় শ্রাবন্তীর ছেলে অভিমন্যু ও তার প্রেমিকা দামিনীর ইনস্টাগ্রামে সেখানকার বিভিন্ন লোকেশনের ছবি দেখা গেছে। তারা দুজনে বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন। তাই টলিউডের আলোচিত এই নায়িকা তাদের নিয়েই ঘুরতে বেড়িয়ে পড়েন।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।