ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

‘দাদাগিরি’ নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
‘দাদাগিরি’ নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট হওয়ার পর সৌরভ গাঙ্গুলীর ব্যস্ততা কয়েকগুণ বেড়েছে। এর উপর তার রাজনীতিতে প্রবেশের গুঞ্জন ও শারীরিক অসুস্থতা; একসঙ্গে এতকিছু সামাল দেওয়া কঠিন বলে হয়তো কানাঘুষা চলছি সঞ্চালনা ছাড়তে যাচ্ছেন প্রিন্স অব ক্যালকাটা!

কিন্তু সৌরভ যে অলরাউন্ডার, সঞ্চালনা ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘দাদাগিরি’র সিজন ৯ নিয়ে হাজির হওয়ার ঘোষণা দিলেন তিনি।

 

‘দাদাগিরি’র সেটে তোলা একটি ছবি শেয়ার করে সৌরভ গাঙ্গুলী লেখেন, ‘শুরু হচ্ছে নতুন সিজন। ’ 

সম্প্রতি ‘দাদাগিরি আনলিমিটেড’র অডিশনের প্রোমো প্রকাশ পেয়েছে। করোনা পরিস্থিতির জন্য অনলাইন হবে অডিশন।  

২০০৯ সাল থেকে ভারতীয় বাংলা টিভি চ্যানেল জি বাংলায় প্রচার হচ্ছে জনপ্রিয় নন-ফিকশন শো ‘দাদাগিরি’। আস্তে আস্তে অনুষ্ঠানটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠে। দর্শকদের সরাসরি অংশগ্রহণে এর প্রতিটি পর্ব সাজানো হয়।  

‘দাদাগিরি’-র সিজন ৮ শুরু হয়েছিল ২০১৯ সালে। এরপর ২০২০ সালের মার্চ মাসে লকডাউনের জন্য তা স্থগিত হয়। এরপর বিরতি ভেঙে আগস্টে শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর গ্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।