ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

অভিনয় ছাড়লেন অভিনেত্রী মৌরি সেলিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
অভিনয় ছাড়লেন অভিনেত্রী মৌরি সেলিম মৌরি সেলিম

শখের বশে শোবিজে যাত্রা শুরু করেন অভিনেত্রী মৌরি সেলিম। বেশ কয়েক বছর ধরে নিয়মিতই কাজ করছিলেন তিনি।

কিন্তু হুট করেই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন এই অভিনেত্রী।  

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ফেসবুকে মৌরি সেলিম নিজেই এই ঘোষণা দেন। এখন থেকে অভিনয় বা মডেলিং কোনোটাই আর করবেন না বলে জানিয়েছেন তিনি।

মৌরি লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি। ’

তিনি আরও জানান, তার পরিবার খুবই ধার্মিক। তারাও চায় না শোবিজে মৌরি কাজ করুক। সবকিছু ভেবেই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি। এখন পরিবারকে সময় দিচ্ছি এবং নিয়মিত নামাজ পড়ছেন এই অভিনেত্রী। এখন থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন তিনি।  

মৌরি সেলিমকে সর্বশেষ আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘১০০ তে একশো’ ধারাবাহিক নাটকে অভিনয় করতে দেখা গিয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।