ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

প্রথমবার মা হচ্ছেন জেনিফার লরেন্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২১
প্রথমবার মা হচ্ছেন জেনিফার লরেন্স স্বামীর সঙ্গে জেনিফার লরেন্স

অস্কার বিজয়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স মা হতে চলেছেন। তিনি ও তার স্বামী কুক ম্যারোনি প্রথম সন্তানকে দেখার অপেক্ষায় উদগ্রীব।

পশ্চিমা একটি সংবাদমাধ্যমকে লরেন্সের পক্ষ থেকে সুখবরটি জানানো হয়েছে। তবে কবে তিনি সন্তানের জন্ম দিতে যাচ্ছেন, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছুই বলেননি ৩১ বছর বয়সী এই তারকা।

দীর্ঘদিন প্রেম করার পর ২০১৯ সালে ঘর বাঁধেন জেনিফার লরেন্স ও কুক ম্যারোনি। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডজয়ী এই অভিনেত্রীর বিয়েতে তার পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগ দিয়েছিলেন হলিউডের বেশ কয়েকজন তারকাও। সে তালিকায় ছিলেন এমা স্টোন, ক্রিস জেনার ও সিয়েনা মিলার।  

জেনিফারের স্বামী কুক ম্যারোনি সিনেমা জগতের কেউ নন। তিনি নিউইয়র্কের ম্যানহাটনের একটি আর্ট গ্যালারির পরিচালক। সেই হিসেবে শিল্পের সঙ্গে তার সংযোগ তো আছেই বলা যায়।  

‘এক্স ম্যান’খ্যাত অভিনেত্রী চলতি বছরের ডিসেম্বর ‘ডোন্ট লুক আপ’ সিনেমা দিয়ে ফের পর্দায় হাজির হতে যাচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।