ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

স্ত্রী-সন্তানদের দেখা পেতে যুক্তরাষ্ট্রে গেলেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
স্ত্রী-সন্তানদের দেখা পেতে যুক্তরাষ্ট্রে গেলেন মিশা সওদাগর মিশা সওদাগর

ঢাকাই সিনেমার খল অভিনেতা মিশা সওদাগর ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নাগরিক। সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন তার স্ত্রী মিতা ও দুই পুত্র হাসান মোহাম্মদ ওয়ালিদ ও ওয়াইজ করণী।

তাদের সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে গেলেন এ অভিনেতা।  

জানা গেছে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে গেছেন মিশা। সেখানে যাওয়ার পর টেক্সাসের ডালাসের একটি হাসপাতালে করোনা ভাইরাসের ভ্যাকসিনও নিয়েছেন তিনি।  

মিশা জানান, স্ত্রী ও সন্তানদের মিস করছিলেন তিনি। পরিবারের সদস্যদের সময় দেওয়ার জন্যই সেখানে গেছেন। পরিবারের সঙ্গে এক মাস থাকবেন। ফিরে এসেই হাতে থাকা কাজগুলোর শুটিংয়ে যোগ দেবেন।

শিগগিরই তারকাবহুল ওয়েব সিরিজ ‘মাফিয়া’তে দেখা যাবে মিশাকে। শাহিন সুমন পরিচালিত এই সিরিজের শুটিং শেষ করেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন এ অভিনেতা।  

তার হাতে রয়েছে মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’। ঢাকায় ফিরেই সিনেমাগুলোর কাজ শুরু করবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।