ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

গণেশ পূজা করে কটাক্ষের শিকার সাইফ আলি খান 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
গণেশ পূজা করে কটাক্ষের শিকার সাইফ আলি খান  সাইফ আলি খান, তৈমুর আলি খান ও কারিনা কাপুর

ঈদ, পূজা কিংবা বড়দিন নিজ নিজ ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি বলিউডের তারকারা মেতে উঠেন সকল উৎসবে। তবে করোনার কারণে উৎসবগুলো তার রং হারিয়েছে।

উৎসব এখন ঘরবন্দী।  

বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুরের বাড়িতে গণেশ পূজা পালন করা হচ্ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হয়েছেন সাইফ।  

নেটিজনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘মুসলিম হয়ে কীভাবে গণেশ চতুর্থী পালন করছেন?’ অনেকেই সমালোচনা করলেও অনেকেই সাইফের পক্ষে কথা বলেছেন।  

করিনার শেয়ার করা ছবিতে দেখা গেছে, করজোরে সাইফ এবং তার বড় ছেলে তৈমুর আলি খান গণেশ বন্দনা করছেন। পাশ থেকে পরামর্শ দিচ্ছেন কারিনা। তবে তারকা দম্পতির ছোট ছেলে জেহকে দেখা যায়নি।  

সাইফ আলি খানের বর্তমানে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। এরমধ্যে রয়েছে ‘বান্টি বাবলি টু’, ‘ভূত পুলিশ’, তামিল ‘বিক্রম বেদ’র হিন্দি রিমেক, ‘গো গোয়া গন টু’ ও ‘আদিপুরুষ’। শিগগিরই সিনেমাগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।