ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

অঙ্কিতার বিয়ের পরিকল্পনা ফাঁস!

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
অঙ্কিতার বিয়ের পরিকল্পনা ফাঁস! অঙ্কিতা লোখান্ডে

বিয়ের পরিকল্পনা করছেন ভারতীয় অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। জি ফাইভের ‘পবিত্র রিস্তা ২.০’ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।

ধারবাহিকটির প্রচারণার সময় জানা গেল বিয়ের পরিকল্পনা করছেন এ অভিনেত্রী।  

‘পবিত্র রিস্তা ২.০’-তে অঙ্কিতার বিপরীতে অভিনয়ের কথা ছিল অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তার মৃত্যুর পর সেই চরিত্রে অভিনয় করছেন শাহির শেখ।  

এই অভিনেত্রীর পরবর্তী পরিকল্পনা কী? এমন প্রশ্নে একটি সংবাদমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে অঙ্কিতা জানান, ‘এই ধারাবাহিক শেষ হওয়ার পর আপাতত আর কোনও পরিকল্পনা নেই তার। ’ তবে তার সহ-অভিনেতা শাহির বলেন, ‘মোটেই না! তুমি তো বিয়ে করছ। ’

বিষয়টি আড়াল করতে শাহিরকে থামিয়ে দিতে দেখা যায় অঙ্কিতাকে। তিনি বলেন, ‘চুপ করো শাহির, তুমি কি পাগল হলে? এরকম কিছু এখনও ঠিক হয়নি!’

এ থেকেই অনেকে ধরে নিয়েছেন তাহলে হয়তো গোপনেই বিয়ে করতে যাচ্ছেন অঙ্কিতা। অথবা কাছের মানুষদের নিয়ে গোপনেই বিয়ের পরিকল্পনা সাজিয়ে ফেলছেন তিনি।

অঙ্কিতা বর্তমানে ভিকি জৈনের সঙ্গে প্রায় তিন বছর ধরে সম্পর্কে আছেন। ভিকিকে বিয়ে করবেন সে ব্যাপারেও ইঙ্গিত দিয়েছেন তিনি।  

এ অভিনেত্রী জানিয়েছেন, ‘বিয়ে সুন্দর একটা ব্যাপার। আমার বেশ ভালো লাগে বিয়ের সমস্ত কিছু। রাজস্থানি স্টাইলে বিয়ে করার ইচ্ছে আছে। যদিও এখনও কিছু ঠিক করিনি। হয়তো খুব শিগগিরই বিয়ে করব। ’

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।