ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

দুই দশকের পুরানো আইটেম গানে নাচলেন সঞ্জয়-শিল্পা

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
দুই দশকের পুরানো আইটেম গানে নাচলেন সঞ্জয়-শিল্পা সঞ্জয় দত্ত ও শিল্পা শেঠি

বলিউডের সুপারস্টার সঞ্জয় দত্ত ও শিল্পা শেঠি অভিনীত ‘জং’ সিনেমা মুক্তি পায় দুই দশক আগে। সিনেমাটির ‘আইলা রে লড়কি মস্ত মস্ত তু আইলা রে’ গানের সঙ্গে নেচে দর্শকের হৃদয়ে ঝড় তুলেছিলেন সঞ্জয়-শিল্পা।

এতো বছর পর এসে সেই একই গানে আবারও নাচতে দেখা গেল এই দুই তারকাকে।  

রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার চ্যাপটার ৪’-এ নিয়মিত বিচারক হিসাবে কাজ করছেন শিল্পা। অন্যদিকে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন সঞ্জয় দত্ত। এ সময় মঞ্চে ‘আইলা রে লড়কি মস্ত মস্ত তু আইলা রে’ গানের সঙ্গে নেচেছেন তারা।

চ্যানেল কর্তৃপক্ষ নতুন এ পর্বের প্রমো ভিডিও প্রকাশ করেছে। সেই ভিডিওতে দেখা যায়, ‘আইলা রে লড়কি মাস্ত মাস্ত’-এর সুরে মঞ্চ কাঁপাচ্ছেন প্রতিযোগী সঞ্চিত ও তার ‘সুপার গুরু’ ভর্তিকা। তাদের পারফরমেন্স দেখে মুগ্ধ উপস্থিত সবাই।

এরপরই বিচারকের আসন ছেড়ে মঞ্চে উঠে পড়লেন শিল্পা। ডেকে নিলেন সঞ্জয় দত্তকেও। এরপর এই দুই তারকার রসায়নে উল্লাসে মেতে ওঠেন সবাই।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।