ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

বাগদান সারলেন বারিশ হক, অক্টোবরে বিয়ে 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
বাগদান সারলেন বারিশ হক, অক্টোবরে বিয়ে  বারিশ হক-আলভী রায়হান সীমান্ত

বাগদান সারলেন জনপ্রিয় মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী বারিশ হক। পাত্র তার দীর্ঘদিনের প্রেমিক আলভী রায়হান সীমান্ত।

 

শুক্রবার (১০ সেপ্টেম্বর) উত্তরার একটি রেস্টুরেন্টে বাগদান সারেন তারা। এ সময় দুই পরিবারের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।  

বারিশ হক বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী মাসে (অক্টোবর) আমরা বিয়ে করব। সবাই দোয়া করবেন, যাতে আমরা সুখী হতে পারি। ’

আলভী রায়হান সীমান্তের সঙ্গে পরিচয়ের বিষয়ে বারিশ হক বলেন, ‘আমরা দু’জন একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি। তবে ভার্সিটিতে থাকা অবস্থায় প্রেম হয়নি, প্রেম হয়েছে অনেক পরে। আমরা প্রতিবেশী ছিলাম। পাশাপাশি বাসায় থাকার ফলে ধীরে ধীরে পরিচয়টা প্রেমে পরিণত হয়। ’

বারিশ হক জানান, ‘আলভী রায়হান সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে একটি ই-কমার্স কোম্পানিতে চাকরি করছেন। ’

এদিকে, বারিশ হক মডেল, উপস্থাপিকা ও নৃত্যশিল্পী। তিনি অভিনয়ও করেন। কলকাতার ‘এটা আমাদের গল্প’ নামের সিনেমার কাজ শেষের পথে। এছাড়াও দেশের ভালো চলচ্চিত্রে কাজের অপেক্ষায় রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।