ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

সজল-প্রভার নাটকে গাইলেন দিদার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
সজল-প্রভার নাটকে গাইলেন দিদার দিদার, সজল, কৃষ্ণ, মৌ ও প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘একটি রাতের গল্প’ নামের একটি নাটকে। বরজাহান হোসেনের রচনায় এটি পরিচালনা করেছেন কে এস কৃষ্ণ।

নাটকটির একটি গানে কণ্ঠ দিয়েছেন তরুণ কণ্ঠশিল্পী দিদার খান।

‘ভালোবাসি শুধু তোমায়’ শিরোনামের নাটকের গানটির কথা ও সুর দিদার খানের নিজের। সংগীতায়োজন করেছেন জামান। সম্প্রতি ‘একটি রাতের গল্প’ নাটকের দৃশ্য ধারণ সম্পন্ন হয়েছে রাজধানীর উত্তরা, ডিয়াবাড়ি এবং ঢাকার বেশ কয়েকটি লোকেশনে। সজল ও প্রভা ছাড়াও এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মৌমিতা মৌ।  

গানটি প্রসঙ্গে দিদার খান বলেন, এটি আমার নাটকে প্রথম কাজ। নাটকটির গল্প অনেক সুন্দর এবং গানটি আমার অনেক পছন্দের। চেষ্টা করেছি মন দিয়ে কাজটি করতে। পরিচালক কে এস কৃষ্ণ ভাই নাটকটি দারুণভাবে পরিচালনা করেছেন। আশা করছি সব মিলিয়ে আমার কাজটি সবার ভালো লাগবে।

নির্মাতা জানান, শিগগিরই ‘একটি রাতের গল্প’ টিভি পর্দায় প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।