ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

মহেশকে নিয়ে ‘বাহুবলী’র নির্মাতার শুটিং শুরু কবে?

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
মহেশকে নিয়ে ‘বাহুবলী’র নির্মাতার শুটিং শুরু কবে? এস এস রাজামৌলি-মহেশ বাবু

‘বাহুবলী’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির সিনেমায় কাজ করতে যাচ্ছেন টলিউডের রাজপুত্র মহেশ বাবু। এ জন্য নাকি বলিউডের সিনেমাও ছেড়ে দিয়েছেন মহেশ।

 

এ খবরটি পুরাতন হলেও নতুন খবর, আসছে বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে সিনেমাটির শুটিং! 

নির্মাতা রাজামৌলির ঘনিষ্ঠ সূত্রের খবর, বর্তমানে এ নির্মাতার ড্রিম প্রজেক্ট ‘ট্রিপল আর’-এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি মুক্তির দিন চূড়ান্ত না হলেও চলতি বছরেই যে মুক্তি পাবে, এটা মোটামুটি নিশ্চিত।  

সূত্রটি জানায়, ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির পর কিছুদিন বিশ্রামে নেবেন রাজামৌলি। ফিরেই হয়তো আসছে জানুয়ারিতে মহেশবাবুকে নিয়ে পরবর্তী সিনেমার কাজ শুরু করবেন।

এর আগে জানা গিয়েছিল, মহেশ বাবুকে নিয়ে নির্মিত হতে যাওয়া সিনেমাটি আফ্রিকান জঙ্গলে অ্যাডভেঞ্জার, নাটকীয়তা, অ্যাকশন ও টানটান উত্তেজনায় পূর্ণ থাকবে।

রাজামৌলি-মহেশের এ সিনেমাটি হতে যাচ্ছে জঙ্গল ভিত্তিক অ্যাডভেঞ্চার। আফ্রিকান জঙ্গলেই হবে শুটিং। এমন সব দৃশ্যায়ন থাকবে এ সিনেমায় যা ভারতীয় চলচ্চিত্রে আগে দেখা যায়নি। পাশাপাশি ভিএফএক্সের কাজও থাকবে প্রচুর।

এদিকে মহেশ বাবুকে বলিউডের অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যাবে। প্রথমবারের মতো একটি মাউথ ফ্রেশনারের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন তারা। এর আগে একই বিজ্ঞাপনে মহেশ বাবু পর্দা ভাগ করেছিলেন রণবীর সিংয়ের সঙ্গে।  

জানা গেছে, এরই মধ্যে বিজ্ঞাপনটির শুটিং শেষ করেছেন মহেশ-টাইগার। শিগগিরই বিজ্ঞাপনটির সম্প্রচার শুরু হবে।  

সবশেষ মহেশ বাবুকে ‘সারিলেরু নেকেভারু’ সিনেমাতে দেখা গেছে। এছাড়া মুক্তি অপেক্ষায় রয়েছে এ সুপারস্টারের ‘সারকারু ভারি পাতা’ নামের সিনেমা। এটি পরিচালনা করছেন পরসুরাম। সিনেমাটিতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন কীর্তি সুরেশ।  

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।