ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

বিনোদন

রাকিবের সংসারে গিয়ে যা চাইলেন মাহি

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
রাকিবের সংসারে গিয়ে যা চাইলেন মাহি কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে মাহিয়া মাহি

ভেঙে যাওয়ার বিপরীতেই জুড়ে থাকে গড়ে ওঠার গল্প। মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের পর আবারও বিয়ে করেছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি।

তিনি নতুন সংসার গড়েছেন গাজীপুরের কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে।  

দ্বিতীয় বিয়ের খবর মাহি নিজেই জানিয়েছেন ফেসবুকে। এর আগে গত ৬ সেপ্টেম্বর মাহি জানান ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হবেন তিনি। রোববার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১২টা অর্থাৎ ১৩ সেপ্টেম্বর (সোমবার) সেই ‘সারপ্রাইজ’ নিয়ে হাজির হলেন মাহি।

এদিন ফেসবুকে নিজের বিয়ের ছবি মাহি নিজেই প্রকাশ করেন। যেখানে এ অভিনেত্রী লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আজ ১৩/০৯/২১ ইং ১২.০৫ মি. আমাদের বিবাহ সম্পন্ন হলো। এর আগের সব কথা আসলেই গুজব ছিলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া। ’

এর কয়েক ঘন্টা পরে অপুর সংসার ছেড়ে রাকিবের সঙ্গে ঘর সাজানো মাহি তার ফেসবুক থেকে দুইটি ছবি পোস্ট করে বর্তমান স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সেখানে রাকিবের কাছে আজীবনের জন্য নিজের চাওয়া প্রকাশ করে মাহি লেখেন ‘রাকিব সরকার সারাজীবন আমার এভাবেই যত্ন নিবা কিন্তু। আমি পারতাম না। ’

এদিকে মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। তিনি বলেন, ‘মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা। ’

মাহি এর আগে ২০১৬ সালে মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছিলেন। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। পরবর্তীতে বিয়ের গুঞ্জন শুরু হয়। অবশেষে সেই গুঞ্জন সত্যি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।