ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

আসছে শুভর ‘বেহিসেবী মন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
আসছে শুভর ‘বেহিসেবী মন’ সাইফ শুভ

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নতুন গান বাঁধলেন কণ্ঠশিল্পী সাইফ শুভ। ‘বেহিসেবী মন’ শিরোনামের গানটি লিখেছেন গীতিকবি সজীব ইসলাম সাগর এবং সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা।

সম্প্রতি স্টুডিও জয়ায় নতুন গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।  

‘বেহিসেবী মন’ প্রসঙ্গে শুভ বলেন, এটি রোমান্টিক একটি গান। এর প্রতিটি শব্দ, সুর ও মিউজিক আমাকে খুবই মুগ্ধ করেছে। দারুণ আনন্দ নিয়ে গানটি গেয়েছি। আশা করছি সব ধরনের শ্রোতারা এই গানটি খুব পছন্দ করবেন।  

গানটির ভিডিও নির্মাণ করছেন সাইফ শুভ নিজেই। এর মাধ্যমে প্রথমবার ভিডিও নির্দেশনা দিতে যাচ্ছেন বলেও জানান তিনি। ভিডিওর মডেল হবেন উৎস এবং রিমি নামের দুই নতুন মুখ।  

আসছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গানটি স্টুডিও জয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইটসহ বেশ কয়েকটি ডিজিটাল প্ল্যাটফর্মে একযোগে মুক্তি পাবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।