ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

‘মাশরাফি জুনিয়র’ নাটকে ক্রিকেটার জাভেদ ওমর

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
‘মাশরাফি জুনিয়র’ নাটকে ক্রিকেটার জাভেদ ওমর ‘মাশরাফি জুনিয়র’ নাটকের দৃশ্যে জাভেদ ওমর (বামে)

‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ নিয়ে প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। ২০২০ সালের নভেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার হওয়া এ নাটকে এবার অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমরকে।

 

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ধারাবহিকটির নতুন পর্ব প্রচারিত হবে বলে জানিয়েছে দীপ্ত টিভি চ্যানেল কর্তৃপক্ষ। যেখানে দেখা যাবে সাবেক এ ক্রিকেটারকে। প্রতিদিনের মতো এদিনও নাটকটি রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে।

জানা যায়, ‘মাশরাফি জুনিয়র’ নাটকের একটি ক্রিকেট ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন জাভেদ। মাঠে টস, অতিথির বক্তব্য ও খুদে ক্রিকেটারদের পরামর্শও দিতে দেখা যাবে তাকে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’র চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। নাটকটির সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।  

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ্য, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মমসহ অনেকে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।