ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার শিল্পার স্বামী রাজের জামিন

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতার শিল্পার স্বামী রাজের জামিন

পর্নোগ্রাফি কাণ্ডে গ্রেফতারের দুই মাস পর জামিন পেলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা।  

সোমবার (২০ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি মুচলেকা নিয়ে তাকে জামিন দেন ভারতের মুম্বাইয়ের আদালত।

রাজের সঙ্গে তার সহযোগী রায়ান থর্পকও জামিন পান।  

রাজের জামিনের পর তার আইনজীবী নিরঞ্জন মুন্ডের্গি জি-নিউজকে বলেন, ‘ইতোমধ্যেই শেষ হয়েছে পুলিশের তদন্ত। চার্জশিটও পেশ করা হয়েছে। চার্জশিটে রাজের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তাতে সবচেয়ে বেশি সাত বছরের কারাদণ্ড হতে পারে তার। ’ 

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার জামিনের আবেদন করেছিলেন রাজ। সেখানে তিনি বলেন, তাকে ফাঁসানো হচ্ছে। তিনি যে পর্নোগ্রাফি তৈরির সঙ্গে যুক্ত, তার কোনো প্রমাণ সাপ্লিমেন্টারি চার্জশিটে নেই।

এর আগে পর্নো ভিডিও তৈরি এবং বিভিন্ন অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে ১৯ জুলাই রাজকে গ্রেফতার করে মুম্বাই পুলিশের অপরাধ দমন বিভাগ।  

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।