ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

নানা হওয়ার ২ মাস পর দাদা হলেন আলীরাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
নানা হওয়ার ২ মাস পর দাদা হলেন আলীরাজ ছেলে ও মেয়ের সঙ্গে আলীরাজ

গত জুলাই মাসে প্রথমবার নানা হয়েছেন নব্বইয়ের দশকের আলোচিত চিত্রনায়ক আলীরাজ। তখন তার মেয়ে মহিমা হোসেন শর্মী কন্যা সন্তানের জন্ম দেন।

দুই মাস পর এবার প্রথমবার দাদা হলেন বর্ষীয়ান এই অভিনেতা।  

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হাসপাতালে আলী রাজের ছেলে মাহমুদ হোসেন শরণের স্ত্রী আমরিন আক্তার সাবা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। আলীরাজ নিজেই সুখবরটি নিশ্চিত করেছেন।

‘জান্নাত’খ্যাত এই অভিনেতা বলেন, ‘অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহর কাছে কৃতজ্ঞ আমি। লাখ লাখ শুকরিয়া। ছেলে বৌ ও নাতনি দুজনই সুস্থ। সবার কাছে তাদের জন্য দোয়া চাইছি। ’

প্রায় একশটিরও বেশি চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেছেন আলী রাজ। চরিত্রাভিনেতা হিসেবে তিনি অগণিত চলচ্চিত্রে অভিনয় করেছেন। স্বীকৃতি হিসেবে পেয়েছেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ২০১৬ সালে ‘পুড়ে যায় মন’ ও ২০১৮ সালে ‘জান্নাত’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।