ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

বিনোদন

টরেন্টো উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
টরেন্টো উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ ‘রূপসা নদীর বাঁকে’র একটি দৃশ্য

প্রখ্যাত নির্মাতা তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’ কানাডার টরেন্টোতে ৪র্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হতে যাচ্ছে।

টরেন্টো ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসব ২৩ সেপ্টেম্বর শুরু হবে।

ওইদিনই ‘রূপসা নদীর বাঁকে’ দেখানো হবে। ৬ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৮ সেপ্টেম্বর।  

জানা যায়, উৎসবটিতে কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট তিনশ’ চলচ্চিত্র প্রদর্শিত হবে।

বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থি নেতার জীবন নিয়ে তৈরি। যাকে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকারেরা হত্যা করে।  

এই সিনেমায় স্বদেশী আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের প্রেক্ষিতে তুলে আনা হয়েছে।

২ ঘণ্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের ‘রূপসা নদীর বাঁকে’র কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল নিজেই। এছাড়া চিত্রগ্রহণ করেছেন মাহফুজুর রহমান, সম্পাদনায় ছিলেন মহাদেব শী, শিল্প নির্দেশনা ও প্রধান সহকারী পরিচালক উত্তম গুহ, আবহসঙ্গীতে ছিলেন সৈয়দ সাবাব আলী আরজু, পোশাকে চিত্রলেখা গুহ ও মেকআপে মোহাম্মদ আলী বাবুল। ছবিটির সহকারী পরিচালক ছিলেন রানা মাসুদ, সৈয়দ সাবাব আলী আরজু ও সগীর মোস্তফা।

‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ ও এনায়েত এ মাওলা জিন্নাসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।