ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেলিমের নির্দেশনায় মশারির বিজ্ঞাপনে আবুল হায়াত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
সেলিমের নির্দেশনায় মশারির বিজ্ঞাপনে আবুল হায়াত সেলিম রেজা ও আবুল হায়াত

চলতি মাসে আটাত্তরে পা দিয়েছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াত। পাঁচ দশকেরও বেশি সময় ধরে মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক মাতিয়ে রেখেছেন তিনি।

এছাড়া অসংখ্য বিজ্ঞাপনচিত্রেও কাজ করতে দেখা গেছে আবুল হায়াতকে। এই কিংবদন্তি অভিনেতাকে নিয়ে এর আগে বেশকিছু বিজ্ঞাপন নির্মাণ করেছেন পরিচালক সেলিম রেজা। এবার পঞ্চমবারের মতো একসঙ্গে ফের কাজ করলেন তারা।
 
সম্প্রতি রাজধানীর উত্তরায় সেলিমের নির্দেশনায় একটি মশারির বিজ্ঞাপনে অংশ নেন আবুল হায়াত। অ্যাড এশিয়ার ব্যানারে নির্মিত বিজ্ঞাপনচিত্রটিতে পরিচালককেও দেখা যাবে।  

বিজ্ঞাপনটি প্রসঙ্গে পরিচালক সেলিম রেজা বাংলানিউজকে বলেন, আবুল হায়াত একজন গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করতে পারাটা সবসময় ভালো লাগার ও সম্মানের। ওনাকে নিয়ে এটা আমার পঞ্চম বিজ্ঞাপন। যদিও বিজ্ঞাপন, তবুও বলতে পারি এটি দেখে সবার ভালো লাগবে।

খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলে বিজ্ঞাপনটি প্রচার হবে বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২১
এমআরএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।