ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বলিউডে আসছে গোবিন্দ পুত্র 

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
বলিউডে আসছে গোবিন্দ পুত্র  গোবিন্দ ও তার পুত্র যশবর্ধন আহুজা

বলিউডের সিনেমায় অভিনয় না করলেও বিভিন্ন রিয়েলিটি শো’য়ে এখনও দেখা যায় অভিনেতা গোবিন্দকে। এবার তার স্ত্রী সুনিতা আহুজা দিলেন নতুন খবর।

তবে অভিনেতাকে নিয়ে নয়, সুখবর দিয়েছেন পুত্র যশবর্ধন আহুজাকে নিয়ে।  

ভারতীয় সংবাদমাধ্যমে ছেলে যশবর্ধনের বলিউডে অভিষেকের বিষয়ে কথা বলেছেন গোবিন্দর স্ত্রী সুনিতা।  

তিনি বলেন, ‘কোনও ভালো প্রযোজনা সংস্থার খোঁজে রয়েছি। ভালো চিত্রনাট্যের হওয়া দরকার কারণ এটি যশবর্ধনের প্রথম সিনেমা হবে। বর্তমানে যশবর্ধনের গ্রুমিং চলছে। নাচ, অভিনয় ও অন্যান্য বিষয়ে ট্রেনিং নিচ্ছে সে। খুব শিগগিরই গোবিন্দ এবং আমি বলিউডে আমাদের ছেলের নাম লেখাতে চাই। ’ 

সুনিতা জানান, ‘ডিসুম’, ‘তাড়াপ’ সিনেমায় পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালার সহকারী হিসেবে কাজ করেছেন যশবর্ধন। করোনা মহামারীর কারণে বলিউডে ছেলের অভিষেক পিছিয়ে গেছে। তবে কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে চলছে।  

এদিকে বলিউডে নাম লেখিয়েছেন গোবিন্দ মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। সিনেমাটিতে টিনা ছাড়াও অভিনয় করেন ধর্মেন্দ্র, গিপ্পি গ্রেওয়াল, গীতা বাসরাসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।