ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীলেখার বাবা মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
শ্রীলেখার বাবা মারা গেছেন শ্রীলেখা

না ফেরার দেশে চলে গেলেন ওপার বাংলার অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বাবা অভিনেতা সন্তোষ মিত্র। শনিবার (২৫ সেপ্টেম্বর) দিনগত রাতে তিনি মারা যান।

তবে বাবাকে হারানোর বিষয়টি সোমবার (২৭ সেপ্টেম্বর) জানিয়েছেন এই তারকা।

বাবার হঠাৎ মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন শ্রীলেখা। তাই মাত্র দুই শব্দে ফেসবুকে তিনি লেখেন, ‘আমার বাবা’।  

এরপর অভিনেত্রী পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে জানান, তার বাবা মারা গেছেন।  

বেশ কয়েক বছর আগে মাকেও হারিয়েছিলেন শ্রীলেখা। এবার বাবাকে হারিয়ে একেবারে একা হয়ে গেলেন তিনি।  

নানা সময় বাবা তার কাজের অনুপ্রেরণা যোগাতেন বলে জানান এই অভিনেত্রী। বাবার সাপোর্ট না পেলে এতদূর হয়তো তার আসা সম্ভব হতো না হলেও উল্লেখ করেছেন তিনি। মা চলে যাওয়ার পর বাবাকে আগলে রাখতেন শ্রীলেখা। বাবা তার বন্ধুর মতো হয়ে গিয়েছিলেন।  

গত ২৮ জুলাই বাবার সঙ্গে শেষ ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন শ্রীলেখা। এতে বাবার এবং তার পোশাকের রং এক ছিল। তাই ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘বাবা, আমি সেম সেম’।

শ্রীলেখার বাবা সন্তোষ মিত্রও ছিলেন একজন স্পেসিয়ান অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।