ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দুর্ঘটনার পর থেকে এখনো কোমাতে সাই, জানালেন চাচা পবন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
দুর্ঘটনার পর থেকে এখনো কোমাতে সাই, জানালেন চাচা পবন সাই ও পবন

দুই সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হোন জনপ্রিয় তেলেগু অভিনেতা সাই ধরম তেজ। সে থেকে এখনো পর্যন্ত জ্ঞান ফেরেনি তার, রয়েছেন কোমাতে।

সবাইকে চমকে দিয়ে সাইয়ের কোমায় থাকার বিষয়টি জানিয়েছেন তার চাচা তথা জনপ্রিয় দক্ষিণী অভিনেতা পবন কল্যাণ।  

পবন জানান, দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত চোখই খোলেননি সাই! কোমাতে রয়েছেন তিনি।

যদিও সাইয়ের টিমের পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল, একদম সুস্থ আছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে ফিরবেন কাজে।  

গত ১০ সেপ্টেম্বর হায়দ্রাবাদের ক্যাবল ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন সাই ধরম তেজ। এরপর সঙ্গে সঙ্গে থাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া শুরু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানান, সাই কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে তার মস্তিষ্ক, মেরুদণ্ড এবং গুরুত্বপূর্ণ অঙ্গে কোনো গুরুতর আঘাত লাগেনি। তার হাড় ভেঙেছে।  

জানা যায়, গতি বেশি থাকায় স্পোর্টস বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান সাই। এতে মাথা ও বুকে আঘাত পান তিনি। দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা। অচেতন অবস্থাতেই তাকে হাসপাতালে নেওয়া হয়।  

তবে চাচা পবন কল্যাণের দাবি, সাই মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাচ্ছিলেন না। মাত্র ৪৫ কিমি বেগে চলেছিল তার বাইক।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।