ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হেমন্ত-শ্রাবন্তীর ‘আয় খুকু আয়’ গাইলেন আসিফ-রায়না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
হেমন্ত-শ্রাবন্তীর ‘আয় খুকু আয়’ গাইলেন আসিফ-রায়না আসিফ ও রায়না

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে অন্যের গান গাইতে খুব কমই দেখা যায়। সাধারণত মৌলিক গান নিয়েই হাজির হন তিনি।

তবে এবার আসিফ কণ্ঠে তুলেছেন পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা হেমন্ত মুখার্জি ও শ্রাবন্তী মজুমদারের গাওয়া তুমুল জনপ্রিয় গান ‘আয় খুকু আয়’। এতে আসিফের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন রায়না।  

সোমবার (২৭ সেপ্টেম্বর) আসিফ আকবরের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পেয়েছে।  

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানটি আমার ভীষণ প্রিয়। রায়না আমার মেয়ের মতো। ওর বাবাও একজন মিউজিশিয়ান। মেয়েটা চমৎকার গান করে। আমি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

এদিকে রায়না জানান, সোমবার তার জন্মদিন, আর এই উপলক্ষেই গানটি এদিন প্রকাশ করা হয়েছে। এছাড়া আসিফের সঙ্গে গান গাইতে পেরে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।  

আসিফ-রায়নার গাওয়া গানটির মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন শহীদ রহমান। রিয়াজ আহমেদের সমন্বয়ে গানটির ভিডিওচিত্রের নির্দেশনা দিয়েছেন ইয়ামিন এলান। গানচিত্র প্রকাশ করেছে আর্ব এন্টারটেইনমেন্ট।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।