ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছেলেকে নিয়ে প্রথমবার মালদ্বীপ গেলেন রাজ-শুভশ্রী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
ছেলেকে নিয়ে প্রথমবার মালদ্বীপ গেলেন রাজ-শুভশ্রী

গত বছর ১২ সেপ্টেম্বর পুত্রসন্তানের জন্ম দেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছেলের নাম রেখেছেন যুবান।

রাজ-শুভশ্রীর ছেলে কিছুদিন আগে এক বছর পূর্ণ করে পা দিয়েছে দ্বিতীয় বছরে।   

সন্তান প্রথম জন্মদিন পার করতেই তাকে নিয়ে প্রথমবার বিদেশ যাত্রায় গেলেন এই তারকা দম্পতি। শোনা গিয়েছে, যুবান ও শুভশ্রীকে নিয়ে মালদ্বীপে বেড়াতে গিয়েছেন রাজ।

করোনার কারণে জন্মের পর খুব একটা বাইরের আলো বাতাস দেখার সুযোগ হয়নি ছোট্ট যুবানের। তাই এবার সুযোগ পেয়ে বিমানবন্দরে দিব্যি হেঁটে বেড়িয়েছে সে। পেছন পেছন ছুটেছেন মা শুভশ্রী। আর সে সময়কার একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন রাজ।

জন্মের আগে থেকেই সামাজিক মাধ্যমে তারকায় পরিণীত হয়েছেন যুবান। তার প্রতিটা মুহূর্ত উপভোগ করেন নেটিজেনরা। আর এই ভিডিওটিতেও সবার ভালোবাসা পাচ্ছে সে।

ক্যারিয়ার শুরুতে দেবের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন শুভশ্রী। সেই সম্পর্ক ভেঙে গেলে তিনি রাজ চক্রবর্তীর প্রেমে পড়েন। এরপর ২০১৮ সালে বিয়ে করেন তারা। রাজের অবশ্য এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর বেশ সংসারী হয়েছেন শুভশ্রী।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।