ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করোনা নিয়ে নাটক ‘কর্মফল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
করোনা নিয়ে নাটক ‘কর্মফল’ তানজিকা আমিন, ডা. এজাজ ও রাশেদ সীমান্ত

করোনা মহামারি নিয়ে নির্মিত হলো খণ্ড নাটক ‘কর্মফল’। আল হাজেনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করছেন অভিনেতা ডা. এজাজ, রাশেদ সীমান্ত ও তানজিকা আমিনের মতো তারকারা।

 

বৈশাখী টিভির প্রধান সম্পাদক টিপু আলম মিলনের রচনায় নাটকটির গল্পে দেখা যাবে, মা-বাবা আর একমাত্র বোন নিয়ে সুখের সংসার সুমনের। বাড়ির সবাই জীবন সম্পর্কে সচেতন হলেও তিনি একটু বেখেয়ালি! হঠাৎ করেই করোনা মহামারি দেশে আঘাত হানলে সবাই স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করলেও, এসব মানতে নারাজ সুমন। একদিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন সুমন। শেষে যা হবার তাই হয়। এক করুণ পরিণতির মধ্য দিয়ে শেষ হয় নাটকটির কাহিনী।  

এতে সুমন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত। নাটকটি নিয়ে তিন বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

মিড এন্টারপ্রাইজের ব্যানারে নাটকটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শামীমা নাজনীন, রিমি করিমসহ অনেকে।

আগামী শুক্রবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ‘কর্মফল’ নাটকটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।