ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চাঁদপুরে কৌশানী, কলকাতা ফিরবেন ইলিশ নিয়ে

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
চাঁদপুরে কৌশানী, কলকাতা ফিরবেন ইলিশ নিয়ে কৌশানী মুখার্জি

কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জি বর্তমানে বাংলাদেশের চাঁদপুরে অবস্থান করছেন। সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আসেন কৌশানী।

এদিন দুপুরেই চাঁদপুরের যান তিনি। বেড়াতে নয়, সিনেমার শুটিং করেতেই তার এ সফর।  

পূজন মজুমদার পরিচালিত বাংলাদেশের ‘পিয়া রে’ সিনেমায় অভিনয় করছেন কৌশানী। চাঁদপুরের বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। ছয়-সাত দিন পর শুটিং শেষে কলকাতায় ফিরবেন এই নায়িকা। তবে ফেরার সময় সঙ্গে নিয়ে যাবেন ইলিশ মাছ।  

‘পিয়া রে’ সিনেমার শুটিংয়ে কৌশানী-শান্ত খান

কয়েকদিন পরেই শারদীয় দূর্গোৎসব। তাই বাড়ি ফিরে পরিবারের সকলকে চাঁদপুরের পদ্মা-মেঘনার ইলিশ উপহার দিতে চান কৌশানী। এরপর মায়ের হাতের শর্ষে ইলিশ রান্না করে খাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

কৌশানী বলেন, ‘ইলিশ মাছ প্রতিটি বাঙালির কাছে প্রিয়। তবে ইলিশের কাঁটা নিয়ে ভয় পাই। তবুও ইলিশ আর ইলিশের ডিম খেতে আমার দারুণ লাগে। শুটিং শেষে যেদিন কলকাতায় ফিরবো, চাঁদপুর থেকে প্রচুর ইলিশ নিয়ে যাব। ’

প্রথমবার বাংলাদেশের সিনেমায় কাজ করছেন কৌশানী। এতে তার সঙ্গে অভিনয় করছেন ঢাকাই সিনেমার উঠতি নায়ক শান্ত খান।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।