ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সমুদ্র সৈকতে মেহজাবীনের অন্যরকম সময়

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
সমুদ্র সৈকতে মেহজাবীনের অন্যরকম সময় মেহজাবীন চৌধুরী

বছর জুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন মেহজাবীন চৌধুরী। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের মনেও দাগ কাটছেন তিনি।

কাজের বাইরে সময় পেলেই পরিবার নিয়ে অবকাশ যাপনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান এ অভিনেত্রী।  

মাঝে মধ্যে দেশের বাইরে যেতেও দেখা যায় মেহজাবীনকে। করোনা পরিস্থিতির আগে পরিবারের সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় কয়েকদিন আগে পুরো পরিবারসহ দেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়াতে গেছেন নাট্যাঙ্গনের জনপ্রিয় এ তারকা।  

পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন এই অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, পরিবারের সঙ্গে দল বেঁধে সমুদ্রের তীর ঘুরে বেড়িয়েছেন মেহজাবীন। দিগন্তছোঁয়া নীল জলরাশি, সমুদ্রের ঢেউয়ে কলতানের সঙ্গে ওপরে নীল আকাশের সান্নিধ্যে বেশ ভালো সময় কাটিয়েছের কাটছে এ অভিনেত্রীর।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকায় ফিরবেন মেহজাবিন ও তার পরিবারের সদস্যরা। ঢাকায় ফেরার পর ২ অক্টোবর থেকে নাটকের শুটিং শুরু করবেন এ অভিনেত্রী।  

কক্সবাজার যাওয়ার আগে মেহজাবীন ‘হেল্প মি’ নামের একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটকটিতে তার সঙ্গে অভিনয় করেছেন আফরান নিশো। নাটকটি নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি।  

এদিকে ‘আলো’ নামের নাটকে নারী ট্রাফিক পুলিশের চরিত্রে অভিনয় করার কারণে সম্মাননা পেয়েছেন মেহজাবীন। এটি নির্মাণ করেন মাহমুদুর রহমান হিমি। নাটকটিতে অভিনয়ের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয় মেহজাবীনকে।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।