ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের দেখা পেতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ছেলের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২১
শাহরুখের দেখা পেতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ছেলের

ব্যস্ততার কারণে সন্তানদের ঠিকমতো সময় দিতে পারতেন না বলিউড ‘বাদশা’। এমন কী শাহরুখের সঙ্গে তার ছেলে আরিয়ান খান দেখা করতে চাইলে আগে থেকে অভিনেতার সহকারীর কাছ থেকে নিতে হয় অ্যাপয়েন্টমেন্ট!

ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জিজ্ঞাসাবাদে এমন অবাক করা তথ্য দিয়েছেন আরিয়ান।

এতেই বুঝা যাচ্ছে পরিবারের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছিল শাহরুখপুত্রের।  

গত শনিবার (২ অক্টোবর) মাঝ সমুদ্রে নাইট পার্টি করার সময় এনসিবির জালে ধরা পড়েন আরিয়ান। এরপর তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে সংস্থাটি। পরে আদালতে হাজির করে শাহরুখপুত্র ও তার দুই সঙ্গীকে ৩ দিনের জন্য হেফাজতে  রাখার অনুমতি পায় এনসিবি।

জিজ্ঞাসাবাদে আরিয়ান জানান, তার বাবা শাহরুখ খান নানা প্রকল্প নিয়ে প্রচুর ব্যস্ত থাকেন। যে জন্য তার দেখা পাওয়া খুবই কঠিন। তার দেখা পেতে সন্তানদেরও অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।  

শাহরুখপুত্র বলেন, বাবার ব্যস্ততার কারণে আমাকে তার সঙ্গে দেখা করতে ম্যানেজার পূজার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো।  

এদিকে এনসিবি সূত্র জানিয়েছে, আরিয়ান জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন। তবে জেরার সময় সে যথেষ্ট উৎকণ্ঠায় ছিলেন। এছাড়া তিনি শখের বসে মাদক গ্রহণ করতেন বলেও স্বীকার করেছেন। প্রায় ৪ বছর ধরে তিনি মাদক সেবন করে আসছেন।

আগামী ৭ অক্টোবর পর্যন্ত আরিয়ান এনসিবির হেফাজতে থাকবেন। এরপর তাকে আবার আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।